আন্তর্জাতিক

একবছর পর ভারত ও চীনের বার্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত

ভারত ও চীনের নবম বার্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। দোকলাম নিয়ে অচলাবস্থার কারনে একবছর এ সংলাপ বন্ধ ছিলো। বেইজিংয়ে অনুষ্ঠিত এই সংলাপে উভয়দেশ সামরিক খাতে বিনিময় ও যোগাযোগ বাড়াতে একমত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে।

১৩ নভেম্বর অনুষ্ঠিত এই সংলাপে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র এবং চীনের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সামরিক কমিশনের উপ-সেনাপ্রধান।

বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সংলাপে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রতিরক্ষা বিনিময় ও যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে একমত হয় উভয় পক্ষ। এছাড়া সঞ্জয় মিত্র চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গের সঙ্গে বৈঠক করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Back to top button