এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সাফজয়ী নারী ফুটবলার ঋতুপর্ণা
এইচএসসি পরীক্ষায় পাস করলেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাফজয়ী ঋতুপর্ণা চাকমা। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মগাছড়ি গ্রামের মেয়ে ঋতুপর্ণা।
ঋতুপর্না চাকমা ছাড়াও এবারের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় পাস করেছেন জাতীয় নারী ফুটবল দলের আরও দুজনসহ নারী ফুটবল ক্যাম্পের এক সদস্য। তারা হলেন রেহেনা, আঁখি খাতুন ও শামসুন্নাহার। চার ফুটবলারের মধ্যে ঋতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। রেহেনা খেলেন অনূর্ধ্ব–২০ দলে। চার নারী ফুটবলারের মধ্যে শামসুন্নাহার ছাড়া বাকিরা পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে। চারজনের মধ্যে ৪.৫৮ পয়েন্ট পেয়েছেন রেহেনা। ঋতুপর্ণা ও আঁখি পেয়েছেন ৪.৫০ আর শামসুন্নাহার পেয়েছেন ২.৫৮।
বাফুফের ক্যাম্পের চার ফুটবলারের মধ্যে ঋতু, আঁখি ও শামসুন্নাহার জাতীয় দলের খেলোয়াড়। তবে রেহেনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেন। মাঠের পারফরম্যান্সের সঙ্গে পড়াশোনাতেও মেধার পরিচয় দিয়েছেন তারা।