জাতীয়

এইচএসসি’তে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের পাশের হার ৯১.৯২ শতাংশ

চলতি বছরের এইচএসসি’তে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের পাশের হার ৯১.৯২ শতাংশ। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের এই সাফল্যে উচ্ছ্বাসিত কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ। এই বছরের এইচএসসি ফলাফল প্রকাশিত হয় গত ২৬ নভেম্বর। গণভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে এবছর মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১৯৮ জন, এর মধ্যে পাস করেছে ১৮২ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১ জন। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৬১ জন, কৃতকার্য হয়েছে ৫৬ জন এবং অকৃতকার্য হয়েছে ৫ জন। মানবিক বিভাগ থেকে মোট পরীক্ষার্থী ছিল ৪২ জন, কৃতকার্য হয়েছে ৩৫ জন এবং অকৃতকার্য হয়েছে ৭ জন। কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষার্থী ছিল ৯৫ জন, কৃতকার্য হয়েছে ৯১ জন এবং অকৃতকার্য হয়েছে ০৪ জন।

এ বছর এইচএসসি ও সমমানে গড় পাশের হার ৭৮.৬৪। ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের গত বছরের চেয়ে এবার পাশের হার কমেছে ৭.৩১%। গত বছর পাশের গড় হার ছিল ৮৫. ৯৫%। এ বছর ছাত্রীদের পাশের হার ৮০.৫৭%, ছাত্রদের পাসের হার ৭৬.৭৬%।

জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী । গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

ঢাকা বোর্ডে পাশের হার ৭৯.৪৪%, বরিশাল বোর্ডে ৮০.৬৫%, চট্টগ্রামে ৭৩.৮১%, কুমিল্লা বোর্ডে ৭৫.৩৪% ও রাজশাহী বোর্ডে পাশের হার ৭৮.৪৫%।

Back to top button