ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
রাধাকান্ত জিউ ইসকন মন্দিরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এবং বাংলাদেশের সনাতন ধর্মীয় অন্যান্য সংগঠনগুলো।
বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসকন বাংলাদেশের সভাপতি সত্যরঞ্জণ বারই লিখিত বক্তব্যে বলেন, ‘গত ১৭ মার্চ ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে অবস্থিত ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ডের ২২২ লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত শ্রী শ্রী রাধাকান্ত জিউ ইসকন মন্দিরে সন্ধ্যা ৭টার দিকে প্রার্থনা চলাকালে একদল দুষ্কৃতকারী হামলা চালায়।’
তিনি অভিযোগ করেন, ‘দুষ্কৃতকারীরা উস্কানিমূলকভাবে বেআইনি সমাবেশের মাধ্যমে পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে মন্দিরের দক্ষিণ-পশ্চিম পাশের দেয়াল ভাঙতে শুরু করে।’
দুষ্কৃতকারীরা মন্দিরের সংস্কার কাজের জন্য সংরক্ষিত মালামাল, সরস্বতী দেবীর প্রতিমা ইত্যাদি পুলিশের উপস্থিতিতেই লুট করে দুটি পিকাপে করে নিয়ে যায় বলেও তিনি অভিযোগ করেন।
ইসকন বাংলাদেশের সভাপতি বলেন, ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সেই সঙ্গে মন্দির রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের জীবনের নিরাপত্তা বিধানসহ ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হোক।’
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী।
source: banglatribune