ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন জাবি’র নতুন কমিটি ঘোষণা ও কর্ণফুলী সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

আইপিনিউজ ডেস্ক: গতকাল ১৭ মে,২০২৫, শনিবার বিকাল ৪.০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত হয় কর্ণফুলী সাহিত্য ম্যাগাজিনের তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এছাড়াও ৫৩ তম আবর্তনের নবীন বরণ ও ৪৮ তম আবর্তনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন এর ২০২৫-২০২৬ কার্যকরী কমিটিতে টুটুল তঞ্চঙ্গ্যাকে সভাপতি ও রেলং খুমিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন এর উপদেষ্টা ইলিরা দেওয়ান ও উপদেষ্টা উথোয়াইচিং রোয়াজা।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা তার বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তারা যেনো তাদের নিজ নিজ সংস্কৃতি ও সাহিত্য চর্চা চলমান রাখেন এবং একইসাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তথা সারা দেশ যেনো বহুসংস্কৃতির চর্চায় তাদের পদচারণায় মুখর হয়ে উঠে এ প্রত্যাশা ব্যক্ত করেন।
ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন এর উপদেষ্টা ইলিরা দেওয়ান সবার জন্য শুভকামনা জানিয়ে তার বক্তব্যে বলেন, জাবিতে প্রকৃতির মাঝে যে বৈচিত্র্যতা আছে শিক্ষার্থীদের মাঝেও সেভাবে আমাদের বৈচিত্র্যতা আছে। এই যেমন আদিবাসী শিক্ষার্থীদের মাঝে থেকে জাহাঙ্গীরনগরে বৈচিত্র্যতার পরিমাণ সবচেয়ে বেশি। আমাদের সকলের শৈশব এক না ৷ পারস্পরিকভাবে নিজেদের মধ্যে চিন্তার আদান-প্রদান এর মাধ্যমে আমরা একে অপরকে জানবো ৷ নতুনদের কাছে অনুরোধ এই ক্যাম্পাসটা খুবই সুন্দর। মনের দিক দিয়ে হলেও আমরা সুন্দর থাকবো ৷ সবাই আমরা মিলেমিশে থাকবো ৷ আন্তরিকতা প্রকাশিত করতে হবে ৷ সহযোগিতা বাড়াতে হবে ৷ তিনি বলেন, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা অসাম্প্রদায়িক ৷ সে জায়গা থেকে সবার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বজায় থাকার আশাবাদ ব্যক্ত করেন।
কর্ণফুলী সাহিত্য ম্যাগাজিনের সম্পাদক প্রত্যাশা ত্রিপুরা বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও দীর্ঘ বিরতির পর কর্ণফুলী সাহিত্য ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। “কর্ণফুলী” কেবল একটি ম্যাগাজিন নয়—এটি আমাদের প্রিয় ক্যাম্পাসের বহুজাতিক, বহুভাষিক ও বহুসাংস্কৃতিক আদিবাসী শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠস্বর, যারা এখানে একতাবদ্ধভাবে স্বপ্ন দেখে, জীবনের পথে সংগ্রাম করে এবং সংস্কৃতির সুরক্ষা ও লালনে আত্মনিয়োগ করে। কর্ণফুলীর কলতান যেমন বয়ে চলে অবিরাম, তেমনি সাহিত্যের স্রোতও প্রবহমান থাকুক কাল থেকে কালে।
বিদায়ী কমিটির সভাপতি ইগিমি চাকমা তার বক্তব্যে বলেন, এটি খুবই আনন্দের যে আমাদের দীর্ঘ প্রতীক্ষিত যত্নের, ভালোবাসার, আকাঙ্ক্ষার ‘কর্ণফুলী’ সাহিত্য ম্যাগাজিনটি আজকে আমাদের কাছে পেয়েছি যা আমাদের মাঝে নতুন এক প্রাণ স্পন্দনের জন্ম দিয়েছে৷ আমার বিশ্বাস আমাদের প্রাণপ্রিয় সংগঠন ‘ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এসোসিয়েশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ এর নতুন কমিটি আমাদের এ ধারাটি অব্যাহত রাখবে এবং আমাদের আদিবাসীদের অব্যক্ত কথাগুলো তাদের একতার মধ্যদিয়ে সুরে, গানে, লেখনীতে তুলে ধরবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের নিজ নিজ সংস্কৃতির নাচ, গান, কবিতা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।