আঞ্চলিক সংবাদ

আলীকদমে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে স্থানীয়দের আয়োজনে মানববন্ধন

আইপিনিউজ, আলীকদম প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়ায় ম্রো জনগোষ্ঠীর ওপর ডাকাত জাফর আলম ও তার সহযোগীদের হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে ‘আলীকদমের সর্বস্তরের সচেতন জনসাধারণ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ডাকাত জাফর আলম কোনো জাতিগোষ্ঠীর পরিচয়ে নয়, সে একজন চিহ্নিত সন্ত্রাসী। জানালি পাড়া ও মেরিনচর এলাকায় দীর্ঘদিন ধরে সে ম্রো জনগোষ্ঠীর জুমচাষের ফসল চুরি করে আসছে। এতে নিরীহ পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা পাচারসহ নানা অপরাধের সঙ্গে জাফর আলম জড়িত বলে অভিযোগ করা হয়।

বক্তারা আরও বলেন, জাফর আলম ও হামলার সঙ্গে জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নয়া পাড়া ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন, একই ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা, বাবু পাড়া রিজার্ভ মৌজার হেডম্যান উক্যজাই মার্মা, চাহ্লামং মার্নাসহ ম্রো জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

এর আগে আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

উল্লেখ্য, গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে বাগান থেকে কলার ছড়া ও গাছ চুরির সময় জাফর নামের একজনকে গ্রামবাসী হাতেনাতে আটক করে। থানায় খবর দেওয়ার জন্য তাকে জানালি পাড়ায় আটকে রাখা হয়। কিন্তু পুলিশকে খবর দেওয়ার আগেই জাফরের দলের ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী দা, চায়নিজ কুড়াল ও লাঠিসোঁটা নিয়ে পাড়াবাসীর ওপর হামলা চালায়। এ সময় ম্রো জনগোষ্ঠীর লোকজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফরকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

হামলার ঘটনার পর থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে পাড়াবাসীর ওপর পুনরায় হামলা চালানো হয়। এতে অন্তত ১৮ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

Back to top button