আলফ্রেড সরেন হত্যার-১৬ বছরঃ মামলার আসামিরা জামিনে
আইপিনিউজ ডেস্কঃ আলফ্রেড সরেন উত্তরবঙ্গের আদিবাসীদের প্রতিরোধ সংগ্রামের এক বীর সেনানীর নাম। ২০০০ সালের ১৮ আগষ্ট ভূমিগ্রাসীদের প্রতিহত করতে গিয়ে তাদের হামলায় নির্মমভাবে খুন হন। আলফ্রেড সরেনকে শ্রদ্ধা ও ভালবাসা জানাতে জাতীয় আদিবাসী পরিষদ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ১৮ আগষ্ট বৃহস্পতিবার সকাল ৯টায় ভমিপুওে আলফ্রেড সরেনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। নওগাঁ জেলার মুক্তির মোড়ে সকাল ১১টায় জাতীয় আদিবাসী পরিষদ মানববন্ধনের আয়োজন করেছে।
আলফ্রেড সরেনের হত্যার ১৬ বছরে মামলার আশানুরূপ অগ্রগতি হয়নি। আাসামিরা জামিন নিয়ে মুক্ত পরিবেশে ঘোরাফেরা করছে। মামলার দীর্ঘসূত্রিতা নিয়ে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। আইপিনিউজকে রবীন্দ্রনাথ সরেন বলেন, মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। ধীরগতির কারণে ১৬ বছরেও মামলাটি নিষ্পত্তি হয়নি। তিনি বলেন, এতে করে ন্যায় বিচার পাওয়া থেতে ভুক্তভোগীরা বঞ্চিত হচ্ছে। মামলার দ্রুত নিষ্পত্তি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য রবীন্দ্রনাথ সরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।