আলফ্রেড সরেন হত্যার ২৪ বছরঃ বিচারের দাবি জানিয়েছে আদিবাসী নেতৃবৃন্দ
চাঞ্চল্যকর আদিবাসী নেতা আলফ্রেড সরেন হত্যাকান্ডের ২৪ বছর অতিবাহিত হলেও বিচার সম্পন্ন না হওয়ায় আদিবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শঙ্কা প্রকাশ করেছে আদিবাসীরা।
আদিবাসীসহ সকল প্রান্তিক মানুষের মানবাধিকার নিশ্চিত করতে আলফ্রেড সরেনের হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দরা।
আজ ১৮ আগষ্ট ২০২৪ রবিবার সকাল ১০টায় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা ভীমপুর গ্রামে বীর শহীদ আলফ্রেড সরেন হত্যার ২৪তম বার্ষিকীতে সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালি এবং স্বরসতীপুরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে উপরোক্ত দাবি জানান আদিবাসী নেতৃবৃন্দ।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নকুল পাহান, বাংলাদেশর সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সদস্য ও মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উরাঁও, কেন্দ্রীয় সদস্য ও নিয়ামতপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, মহাদেবপুর উপজেলা সহ-সভাপতি সুশিল কুজুর, পোরশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইচন পাহান, পত্নীতলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ টুডু, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা কমিটির চঞ্চল পাহান, সাংগঠনিক সম্পাদক পলাশ পাহান প্রমূখ।