জাতীয়শিক্ষা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষ্যে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি উষাতন তালুকদার ও অন্যান্য নেতৃবৃন্দ।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শ্রদ্ধা নিবেদন।

এদিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ সকল আদিবাসী মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ

রাজশাহীতে “মহান শহীদ দিবস” ও “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উপলক্ষ্যে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা কর্তৃক যৌথ উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়।

রাজশাহীতে যৌথভাবে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫-এ পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখা ও হিল উইমেন্স ফেডারেশন, বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে।

বান্দরবানে শ্রদ্ধা নিবেদন করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন

এদিকে আজ সকাল ১১ টায় সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের দাবিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জিরো পয়েন্টে এক মানববন্ধন আয়োজন করেছে।

Back to top button