আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আদিবাসী নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, ২১ ফেব্রুয়ারি, ঢাকাঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আদিবাসী নেতৃবৃন্দ ও সংগঠনসমূহ। ২১ ফেব্রুয়ারি সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জনসংহতি সমিতির সহ-সভাপতি রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য ঊষাতন তালুকদার। বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, গারো স্টুডেন্ট ইউনিয়ন, পাহাড়ী ছাত্র পরিষদ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন। রাঙ্গামাটিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, মহিলা সমিতি, হিল উইমেন্স ফেডারেশন, যুব সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
রাজশাহীতে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদের নেতৃবন্দ।