আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে নাটোরে ছাত্র-যুব পরিষদের সমাবেশ

অপূর্ব কুমার সিং, আঞ্চলিক প্রতিনিধি, উত্তরবঙ্গ: নাটোরে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ৫% আদিবাসী কোটা, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠনসহ ৫ দফা বাসÍবায়নের দাবি জানিয়ে রাজশাহী বিভাগীয় সমাবেশ করেছেন আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পবিষদ। শুক্রবার দুপুরে নাটোর আলাইপুর মুসলিম ইন্সটিটিউটে আদিবাসী ছাত্র পরিষদ ও আদিবাসী যুব পরিষদের আয়োজনে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মুসলিম হল ইন্সটিটিউট থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান শহর প্রদিক্ষণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপত্বিতে আলোচনা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পলাশ পাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগনিক সম্পাদক ও আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নরেন চন্দ্র পাহান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভূতিভূষণ মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহÑসভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারন সম্পাদক তরুন মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি প্রদীপ লাকরা, সাধারন সম্পাদক কালীদাস রায়, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলার সভাপতি আঁখি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স, আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলার আহ্বায়ক অপূর্ব কুমার সিং, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক স্বপন কর্ণিদাস, আদিবাসী ছাত্র পরিষদ জেলার আহ্বায়ক সুজন কুমার রাজভোর, আদিবাসী যুব পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি পরেশ সিং, আদিবাসী ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক চৈতন্য সিং সহ প্রমূখ।
এসময় কমিটির নেতৃবৃন্দ আগামী ৯ জুলাই আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠন সহ উচ্চ শিক্ষা ও সরকারি চাকরিতে ৫% আদিবাসী কোটাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে নওগাঁর নওহাটা মোর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধের ঘোষণা দেন। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আদিবাসী যুব পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদদের নেতা কর্মী নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন।


