জাতীয়

আদিবাসী শহীদ দের স্বরণে ঢাকায় সহস্র মোমবাতি প্রজ্জলন

আন্তর্জাতিক  আদিবাসী দিবস ২০২৫ কে কেন্দ্র করে সকল আদিবাসী শহীদ দের স্বরণে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ হলের শহীদ বেদী তে সহস্র মোমবাতি প্রজ্জালন করেছে গারো স্টুডেন্ট ইউনিয়ন ( গাসু) । সেখানে বিভিন্ন আদিবাসী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন |

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাসু ঢাকা মহানগর শাখার সভাপতি মিন্ময় চিরান, এবং সঞ্চালনা করেন গাসু ঢাকা মহানগর শাখার সহ সাংগঠিক সম্পাদক রাকগান ওয়ালটার ম্রং |

স্বাগতিক বক্তব্যে জানকী চিসিম  বলেন আমরা এই মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পাহাড় থেকে সমতলের সকল আদিবাসী অধিকার আন্দোলনের শহীদ  এবং সকল নিপীড়িত মানুষদের কে স্বরণ করছি |

সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গা। তিনি আদিবাসী ছাত্রদের নিজেদের ইতিহাস আর লড়াই সংগ্রামকে বুঝে নেবার আহ্বান জানিয়ে বলেন, দেশের নানা প্রান্তে আদিবাসীরা দির্ঘদিন ধরে নানা নিপিড়ন ও বঞ্ছনার মধ্যে দিনাতিপাত করছে। রাষ্ট্র আমাদের সাথে বৈষম্যমূলক আচরন করছে। আমরা ছাত্র এবং যুবরা এগিয়ে না আসলে আদিবাসীদের উপর নিপীড়নের মাত্রা বাড়তেই থাকবে। পাহাড় এবং সমতলের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত হবে।

গত ৭ই আগস্ট সিলেটের খাসিয়া ঝিমাই পুন্জি তে যে আবারও ৩০০ টি পান গাছ কর্তন করা হয় সে বিষয়ে প্রতিবাদ জানিয়ে সংহতি বক্তব্য প্রদান করে লিংউন নংউড়া, গাসু ঢাকা মহানগর শাখার সাধারণ সস্পদক।

তাছাড়াও উক্ত অনুষ্ঠানে সংহতি বক্তব্য প্রদান করেন হাজং স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় পরিষদের নাইম হাজং | তিনি বলেন,  আমাদের দেশে এখনও আদিবাসী রা নিপিড়ত | আমরা যেনো সবাই সোচ্চার হয়ে উঠি |

ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার থেকে সংহতি বক্তব্য প্রদান করেন সুর্মি চাকমা | তিনি অলেন, আমাদের উপরে যুগ যুগ ধরে যে আগ্রাসন জালানো হচ্ছে সে আগ্রাসনের বিরুদ্বে আমাদের এই প্রদীপ প্রজ্জালন |

 

Back to top button