আদিবাসী দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
গতকাল গতকাল ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌপার্জিত স্বাধীনতা চত্বরে আদিবাসী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্যোগে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এই চলচ্চিত্র প্রদর্শনীতে ৩ টি আদিবাসী চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
চলচ্চিত্রগুলো হল অং রাখাইন পরিচালিত মাই বাইসাইকেল, আন্তনী রেমা পরিচালিত তথ্যচিত্র আবিমা এবং শুভাশিস চাকমা ইত্তুকগুলা পরিচালিত খুমি, আমনাই রিটা।
প্রদর্শনীর আয়োজকরা জানান, আদিবাসীদের অধিকার আদায়ের জন্য নানামুখী আন্দোলনের মধ্যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তাদের এই যাত্রা শুরু হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা তাদের কর্মসূচি শীঘ্রই জানাবেন।
উল্ল্যেখ্য, ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে বিশ্বের সকল আদিবাসী জনগণ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করে।
বাংলাদেশে বসবাসরত আদিবাসীরাও দীর্ঘদিন ধরে আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদানসহ বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন, আলোচনা সভা, র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছে। তবে বাংলাদেশ রাষ্ট্র এখনো আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয়নি।