আদিবাসী দিবস উপলক্ষে মধুপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে মধুপুরে শিশু-কিশোরদের জন্য কুইজ প্রতিযোগি অনুষ্ঠিত হয়েছে । আজ ৪ আগস্ট শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার জয়নাগাছা গ্রামে মৃত্তিকা গ্রন্থকেন্দ্রে আদিবাসী বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় । ‘মৃত্তিকা জাতিতাত্ত্বিক লোকায়ত জ্ঞান ও সংস্কৃতি পাঠকেন্দ্র’ আয়োজিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব ও পুরস্কার বিতরণ করেন সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভাপতি কবি পরাগ রিছিল।
কবি পরাগ রিছিল তার বক্তব্যে শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, “আমরা জানি আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস পালন করা হবে । আমরা আজকে কুইজ প্রতিযোগিতাটি তোমাদের জন্য আয়োজন করেছি যাতে তোমরা আদিবাসী সম্পর্কে কিছু জানতে পার । পুরস্কার পাওয়া বড় কথা না, আদিবাসী সম্পর্কে তোমরা জানতে পারছ সেটাই আসল কথা ।” অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যুরো বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার বিজয় মৃ, পান্তু সিমসাং, লিজা নকরেক, পূর্ণিমা নকরেক প্রমুখ । শিশুকিশোরদেরকে ৫টি দলে ভাগ এবং দলগুলো গারোদের বাদ্যযন্ত্রের নামে নামকরন করে কুইজ প্রতিযোগিতাটি পরিচালিত হয় । এই প্রতিযোগিতায় বিভিন্ন গ্রামের ৪০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে ।
তথ্যসূত্রঃ আচিকনিউজ