আঞ্চলিক সংবাদ

আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটামোড়ে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ থেকে সাঁওতালদের ভূমির অধিকার প্রতিষ্ঠা, সাংবিধানিক স্বীকৃতি, তিন ফসলি জমিতে ইপিজিড না করার দাবি জানানো হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে। শুরুতেই সাঁওতাল নারী-পুরুষরা তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, তীর-ধনুক ও বাদ্যযন্ত্র নিয়ে একটি বর্ণাঢ্য মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সাঁওতালরা অধিকার ও মানবাধিকার থেকে আজও বঞ্চিত। বাংলাদেশে সাঁওতাল, ওঁরাও, মালপাহাড়ী, মাহালী, গারো, চাকমা, মনিপুরি, খাসিয়াসহ ৫০টির বেশি আদিবাসী  পাহাড়ে ও সমতলে বসবাস করছে। যারা বাংলাদেশের নাগরিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অথচ স্বাধীন দেশে এখনো তারা আদিবাসী স্বীকৃতি পায়নি। আদিবাসী সম্প্রদায়ের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন করা হয়নি। আদিবাসী জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় নেই তেমন কোন রাষ্ট্রীয় উদ্যোগ। ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি হারিয়ে যাচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। ক্ষমতাশালী ভূমিদস্যুরা ক্রমাগত আদিবাসী সম্প্রদায়কে উচ্ছেদ করে তাদের সম্পত্তি জবর দখল করছে।
আদিবাসী নেতারা বলেন, সাঁওতালদের জমিতে সেচ দিতে পাম্প নিয়ে নানা ষড়যন্ত্র করছে পল্লী বিদ্যুৎ সমিতি। ষড়যন্ত্রের অংশ হিসেবে জমির মালিকানার কাগজ দাবি করে বিভিন্ন অজুহাতে হয়রানি করছে ও ফসলি জমিতে সেচ দিতে দিচ্ছে না। ফলে জমিতে সেচ দিতে না পারায় ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা অবিলম্বে এ সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান। তারা আরও বলেন, সাঁওতালদের রক্তে ভেজা তিন ফসলি জমিতে ইপিজেড করা যাবে না।

Back to top button