আঞ্চলিক সংবাদ

আদিবাসী ছাত্র সংগঠন, জাককানইবি এর ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

গতকাল ৫ নভেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন কমিশন কমিটি এবং আয়োজন করেন ২০২৫ সালের ১০ম কাউন্সিলের আহ্বায়ক কমিটি।

আদিবাসী ছাত্র সংগঠন-জাককানইবি এর সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মি: এলিয়াস রাকসাম বলেন, “বিগত কমিটি থেকে যেগুলো সংযোজন দরকার সেগুলো সংশোধন করে আগামীর নতুন কমিটি যেনো নতুন উদ্যোমে নতুন ভাবে সংগঠনকে সক্রিয়ভাবে পরিচালনা করতে পারে তার জন্য জানাই শুভকামনা।” আদিবাসী ছাত্র সংগঠন-জা.ক.কা.ন.ই.বি এর সদ্যপদ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মি: শ্রাবণ চিছাম বক্তব্য ব্যক্ত করে, তিনি বলেন “সংগঠন হলো আমাদের বটবৃক্ষ, সংগঠনের স্বার্থে সবাইকেই এগিয়ে আসা উচিত। কারণ সংগঠন আমাদের জন্যই কাজ করে।”

পরবর্তীতে কাউন্সিলে সবার সম্মতিক্রমে রুদ্র-রুবেল-দিগন্ত এর প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা করা হয়। আদিবাসী ছাত্র সংগঠন – জাককানইবি এর সদ্য নির্বাচিত কমিটির সভাপতি মিঃ রুদ্র ম্রং বক্তব্য রাখেন সবার উদ্দেশ্যে উনি বলেন” আমরা একসাথে আমাদের আদিবাসী ছাত্র সংগঠন -জা.ক.কা.ন.ই.বি কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং এর জন্য সবার সহযোগিতা কামনা করছি”।

পরবর্তীতে নতুন কমিটি সাধারণ সম্পাদক মিঃ রুবেল চাকমা বক্তব্য রাখেন। তিনি বলেন ” সবার সহযোগিতা ও সাহায্য ছাড়া যেমন আজকে এই পৌঁছাতে পারতাম না, ঠিক তেমনি আগামী দিনগুলোতেও সবার সহযোগিতা একান্ত কাম্য।” এর পরে সাংগঠনিক সম্পাদক মিঃ দিগন্ত হাজং ও উনার বক্তব্য উপস্থাপন করেন।

নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কমিটি এবং সদ্য বিলুপ্ত হওয়া কমিটি উনাদেরকে দায়িত্ব হস্তান্তর করেন।

১০ম কাউন্সিলের প্রধান আহ্বায়ক মিস ঋতু হাজং বক্তব্য রাখেন এবং বলেন ” সবার সাহায্য ও সহযোগিতার জন্য আজকের এই ১০ম কাউন্সিল সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি।”

প্রধান নির্বাচন কমিশনার মিঃ জাসেং জাস্টিন নকরেক বলেন ” নতুন কমিটি যে নির্বাচিত হয়েছে তারা যেন নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেন ও সংগঠনের ভালোর জন্য এবং সক্রিয় করার যাবতীয় কার্যক্রম হাতে নেওয়া দরকার সেগুলো যেন নেয়। নতুন কমিটির জন্য শুভকামনা জানিয়ে উনি উনার বক্তব্য শেষ করেন।

পরবর্তীতে সবাই একসাথে নতুন কমিটিকে শুভকামনা জানিয়ে আদিবাসী ছাত্র সংগঠন -জা.ক.কা.ন.ই.বি এর ১০ম কাউন্সিল সমাপ্ত ঘোষণা করেন।

Back to top button