জাতীয়শিক্ষা

আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়েছে দেশের ২৭ নাগরিক

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানিয়েছে দেশের ২৭ নাগরিক।

গতকাল বৃহস্পতিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

এতে আরও বলা হয় দুই দফা আক্রমণে আদিবাসী ছাত্র-জনতার কমপক্ষে ১১ জন আহতের ঘটনা জানা গেছে। প্রথম দফা আক্রমণের সময় পুলিশের নিস্ক্রিয়তা এবং দ্বিতীয় দফা আক্রমণের সময় পুলিশ হামলাকারীদের সরিয়ে নিলেও এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো আইনি পদক্ষেপ দেখা যায়নি।

বিবৃতিতে বলা হয়, ‘রাজধানীর মতিঝিল এলাকায় জাতীয় পাঠ্যক্রম ও টেক্সট বুক ভবনের সামনে সংগঠিত আদিবাসী ছাত্র-জনতার ওপর সংঘটিত পরিকল্পিত হামলার ঘটনায় আমরা সংক্ষুব্ধ। একইসাথে এ ধরনের ঘটনা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র বিনির্মাণের বিপরীতে আদিবাসী জনগোষ্ঠীর সমাবেশের ওপর হামলা রাষ্ট্র  ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে বলে আমরা মনে করি।’

বিবৃতিদাতারা বলেন, ‘জানা গেছে এই হামলায় আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার আন্দোলনের কর্মীদের উপর বেছে বেছে হামলা করা হয়েছে। এমনকি এই হামলাকারীদের অপরাধ আড়াল করতে আক্রমণের আলামত মুছে ফেলতে পুলিশকে রাস্তায় লেগে থাকা রক্ত পরিস্কার করতেও দেখা গেছে। এ ধরনের ঘটনা পাহাড় ও সমতলে আদিবাসী জনগোষ্ঠীর উপর নিপীড়নের ধারাবাহিকতার প্রমাণ সামনে চলে আসে। এ ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Back to top button