অন্যান্য

আদিবাসী ও নারীর ভূমি অধিকার এবং গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আদিবাসী ও নারীর ভূমি অধিকার এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। ১৭আগস্ট থেকে শুর হওয়া ৩দিনব‌্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া সংবাদকর্মীদের হাতে সনদপত্র তুলে দেয়ার মধ্য দিয়ে ১৯আগস্ট বিকেল ৫টায় কর্মশালা শেষ হয়। সনদপত্র তুলে দেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান। এএলআরডি আয়োজিত ৩দিনব‌্যাপী এ কর্মশালায় দেশের বিভিন্ন জেলায় কর্মরত ৩৩জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। এর মধ‌্যে ৮জন নারী সংবাদকর্মী অংশ নেন । এ প্রশিক্ষণে পঞ্চগড়, বগুড়া, নওগাঁও, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, বাগেরহাট, শেরপুর, বরিশাল, গাইবান্ধা, সিলেট, পাবনা, ফরিদপুর, রাঙ্গামাটি এবং ঢাকার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মী অংশ নেয়। কোর্সের আলোচ্যসূচি ছিলো-সমকালীন বাস্তবতায় আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর ভূমিঅধিকার বিষয়ে জনসচেতনতার গুরুত্ব, নারী সংগঠন, নারীর অধিকার, ভূমি জরিপ ও নারীর বঞ্চনা, জমি-জমার কাগজপত্র ও পরিভাষা পরিচিতি, উত্তরাধিকার আইন, প্রথাগত রীতি অনুযায়ী আদিবাসী নারীদের ভূমিঅধিকার, আদালত ও সালিশী ব্যবস্থাপনায় নারীর অবস্থান, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ও সংখ্যালঘুদের ভূমি অধিকার, নারীর ভূমি অধিকার প্রতিষ্ঠায় ভূমি ও তথ্য অধিকার আইনের প্রয়োগ, সরকারের কৃষি খাসজমি ও জলমহাল বন্দোবস্ত নীতিমালা ও সীমাবদ্ধতা, ভূমি রেজিস্ট্রেশন, মিউটেশন এবং খাজনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যমে নারী ও কিশোরী নির্যাতনের চিত্র, রাষ্ট্র ও নাগরিক সমাজের ভূমিকা, আদিবাসী ও নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এবং উন্নয়নে তার প্রভাব, কৃষিতে নারীর অবদান, নারীর প্রতি বৈষম্য, নারীর সম-অধিকার ও সিডও, ভূমিতে আদিবাসী ও নারীর অধিকার: গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও পেশাগত দক্ষতা এবং ধারাবাহিক প্রতিবেদন প্রণয়নের প্রয়োজনীয়তা। ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় সহায়ক হিসেবে শেসন পরিচালনা করেন, অতিরিক্ত-সচিব এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক (রেকর্ড) জনাব মোঃ ফায়েকুজ্জামান চৌধুরী, এ.এল.আরড‘র নির্বাহী পরিচালক শামসুল হুদা, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ আদিবাসী ফোরা ‘র সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক ও নারী অধিকার কর্মী দিল মনোয়ারা মনু, এএলআরড ‘র উপ পরিচালক রওশন জাহান মনি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভিন সুলতানা ঝুমা, এ.কে.এম. বুলবুল আহমেদ, রফিক আহমেদ সিরাজী, ফারহানা ফেরদৌস এবং এএলআরড ‘র মির্জা মোঃ আজিম হায়দার। সমাপনীসভায় সংবাদকর্মীগণ বলেন, প্রশিক্ষণে আলোচিত প্রতিটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং এ প্রশিক্ষণে সরবরাহ করা হ্যান্ড নোট, ভূমি ও আদিবাসীদের ভূমিঅধিকার সংক্রান্ত গেজেট প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও সমৃদ্ধ করবে। এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন‌্য এএলআরডি কর্তৃপক্ষকে ধন‌্যবাদ জানান।

Back to top button