আদিবাসীদের মানবাধিকার বিষয়ক সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন ৩ সাংবাদিক

আইপিনিউজ ডেস্ক: আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫, বাংলাদেশের আদিবাসীদের গণমাধ্যম আইপিনিউজ-এর উদ্যোগে রাজধানীর ওয়াইডব্লিউসিএ’র হলরুমে আদিবাসীদের মানবাধিকার বিষয়ক সাংবাদিকতার জন্য “আদিবাসী বিষয়ক সাংবাদিকতা সম্মাননা-২০২৫” আয়োজন করা হয়।
আইপিনিউজের নির্বাহী সম্পাদক সতেজ চাকমার সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত সম্পাদক আন্তনী রেমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়-এর সম্পাদক আবু সাঈদ খান, লেখক ও গবেষক পাভেল পার্থ, টাইমস অব বাংলাদেশ-এর হেড অব অনলাইন বিপ্লব রহমান, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের সময়-এর সম্পাদক আবু সাঈদ খান বলেন, আদিবাসী সাংবাদিকতা অন্যতম একটি বড় চ্যালেঞ্জ। অনেক পত্রিকা-ই আদিবাসী শব্দটি লিখতে চায় না। তিনি বলেন, বাঙালীদের সংখ্যাগত এবং ধর্মীয়গত আধিপত্যবাদী মানসিকতা রয়েছে। এই আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে বাঙালী-আদিবাসী সকলের এগিয়ে আসতে হবে। এদেশ শুধুমাত্র বাঙালীর নয়, কেবল মুসলমানের নয়। এদেশ আদিবাসী-বাঙালী সকলের দেশ। কিন্তু অনেক ক্ষেত্রে রাষ্ট্রের নীতি নির্ধারকরা এ অসাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন না। পত্র-পত্রিকাগুলোতেও এক সময় আদিবাসী শব্দটি লিখতে বাঁধা নিষেধ দেওয়া হতো। নীতি নির্ধারকদেরকে ইতিহাসের গভীরে গিয়ে আদিবাসীদের প্রতি আরো সংবেদনশীল হতে হবে।
পুরস্কৃতদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, পুরস্কার বড় কথা নয়, সাংবাদিকতা একটি মানবিক কাজ। এ মহান কাজটি আপনারা করছেন। আদিবাসীদের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিডিয়া ও আদিবাসী সংগঠনগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে।
টাইমস অব বাংলাদেশ-এর হেড অব অনলাইন বিপ্লব রহমান পাহাড়ের আদিবাসীদের নিয়ে প্রত্যক্ষভাবে কাজ করার অভিজ্ঞতা বিনিময় করে বলেন, পাহাড়ে সাংবাদিকতার কাজ করা অনেক বেশী চ্যালেঞ্জিং। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে আপনারা এগিয়ে যাচ্ছেন সেজন্য আপনাদের সাধুবাদ জানায়। তিনি একই সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে তথ্যনির্ভর ও বস্তুনিস্তু সাংবাদিকতার আহ্বান জানান।
আদিবাসীদের মানবাধিকার বিষয়ক সাংবাদিকতার বিচারক হিসেবে ফাল্গুনী ত্রিপুরা এবং পাভেল পার্থ নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, অনেকজন আবেদনকারীর মধ্যে সেরা তিন জন বাছাই করা ছিলো অত্যন্ত কষ্টসাধ্য। সকলের রিপোর্ট-ই অত্যন্ত ভালো হয়েছে। এ ধরণের কাজ অব্যাহত রাখার জন্য তাঁরা পুরস্কৃতদের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি টনি ম্যাথিউ চিরান এবং স্বাগত বক্তব্য রাখেন আইপিনিউজের যুগ্ম-সম্পাদক অমর শান্তি চাকমা।
অনুষ্ঠানে আদিবাসীদের মানবাধিকার বিষয়ক সাংবাদিকতায় সম্মাননা পান তিন সাংবাদিক। প্রথম পুরস্কার পান বিডিনিউজ-এর বান্দরবান জেলা প্রতিবেদক উসিথোয়াই মারমা, দ্বিতীয় পুরস্কার পান বিডিনিউজ-এর স্টাফ করেসপন্ডেন্ট প্রশান্ত মিত্র এবং তৃতীয় পুরস্কার অর্জন করেন ডেইলী স্টার-এর বান্দরবান প্রতিবেদক মং সিং হাই মারমা।
উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় আইপিনিউজের আদিবাসী বিষয়ক সাংবাদিকতা সম্মাননায় এবারে ২০ টির অধিক আবেদন জমা হয়। সেখান থেকে তিনজনকে বাছাই করে পুরস্কৃত করা হয়। এবারের আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ডেইলী স্টার-এর চীফ রিপোর্টার পিনাকী রায়, লেখক ও গবেষক পাভেল পার্থ এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নারী বিষয়ক সম্পাদক ফাল্গুনী ত্রিপুরা।