Uncategorized

আদিবাসীদের ওপর হামলা: নাগরিক কমিটি থেকে বহিষ্কৃত শাহাদাৎ ফরাজি সাকিব গ্রেপ্তার

ঢাকার মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে গত ১৫ জানুয়ারি সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য শাহাদাৎ ফরাজী সাকিবকে (৩৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার রাতে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে শাহাদাৎ ফরাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার আসামী শাহাদাৎ ফরাজী সাকিব গ্রেপ্তার

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে গত ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীরা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে যায়, ঠিক একই স্থানে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’র ব্যানারে একদল সন্ত্রাসী আগের রাতে পাল্টা কর্মসূচির ঘোষণা দিয়ে আগে থেকেই অবস্থান নেয় এবং পরে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়।

এ হামলার ঘটনায় শাহাদাৎ ফরাজী সাকিবের সংশ্লিষ্টতার অভিযোগে জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি থানা প্রতিনিধি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।

তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ জানায়, আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৭ জানুয়ারি মতিঝিল থানায় মামলা হয়। গ্রেপ্তার শাহাদাৎ ফরাজী সাকিব মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামী ।

এ নিয়ে মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও মতিঝিল থানা পুলিশ।

Back to top button