অন্যান্য

আগামী শনিবার ঢাকায় হতে যাচ্ছে ‘ইন্ডিজিনাস ফুড ফ্যাস্টিভ্যাল’

আগামী ১৩ আগস্ট রোজ শনিবার ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্ডিজিনাস ফুড ফ্যাস্টিভ্যাল’। বাংলাদেশের আদিবাসীদের জাতীয় পর্যায়ের অনলাইনভিত্তিক সংবাদ মাধ্যম আইপিনিউজ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে দিনব্যাপী এই উৎসব আয়োজিত হতে যাচ্ছে মিরপুর-১৩ নং এ অবস্থিত বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল এন্ড কলেজ (বিআরটিএ আফিসের বিপরীতে) প্রাঙ্গনে। উক্ত উৎসবটি উদ্ধোধন করবেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এর চেয়ারম্যান ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরো। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর অধ্যাপক বাঞ্ছিতা চাকমা, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন। এছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উক্ত উৎসবে পাহাড় তথা সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পিঠা, বিভিন্ন উপাদেয় খাবারের পদ, অর্গানিক শাক-সবজি, ফলমূল, বৈচিত্র্যপূর্ণ নানা জাতের কৃষি পণ্যের সমাহার এবং শুটকির পসরা নিয়ে অনেক ্উদ্যেক্তা উপস্থিত থাকবেন। উক্ত উৎসবটির উদ্ধোধনী অনুষ্ঠান হবে শনিবার( ১৩ আগস্ট) সকাল ১০.০০ টায় এবং উক্ত অনুষ্ঠানে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের আদিবাসী শিক্ষার্থীদের একটি সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হবে। উৎসবটি সকাল ১০.০০ টা থেকে রাত ৮.০০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং উক্ত আয়োজনে আয়োজকরা সাদর আমন্ত্রণ জানিয়েছেন।

Back to top button