জাতীয়

আগামীকাল জেএসএসের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীঃ পালিত হবে নানা আয়োজনে

সুমেধ চাকমা, ডেক্স রিপোর্টার: আগামীকাল ১৫ ফেব্রুয়ারি। দীর্ঘ লড়াই সংগ্রামের পথ ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আগামীকাল ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিকাল ৩টায় সুবর্ণ জয়ন্তী উদযাপন ও আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।

আয়োজকরা আইপিনিউজকে জানান,  সুবর্ণ জয়ন্তী উদযাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। এছাড়াও অতিথি আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, লেখক ও সাংবাদিক আবু সাইদ খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মেসবাহ কামাল, বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক গজেন্দ্র নাথ মাহাতো প্রমুখ।

এছাড়াও রাঙামাটি জেলার লংগদু এবং বাঘাইছড়ি উপজেলাসহ তিন পার্বত্য জেলায় সংগঠনটি তাঁদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। তাছাড়া আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে বলে সংগঠনটির চট্টগ্রামের নেতৃবৃন্দ আইপিনিউজকে নিশ্চিত করেছেন।

Back to top button