শিল্প ও সংস্কৃতি

আগামীকাল চট্টগ্রামে “Unity in Diversity: Celebrating Our Roots” উৎসব 

আগামীকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে “Unity in Diversity: Celebrating Our Roots” শিরোনামে একটি বিশেষ উৎসবের আয়োজন করেছে Indigenous Students Unity (ISU)। 

বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্রের এই উদযাপন শুরু হবে সকল ১১টা থেকে এবং শেষ হবে রাত ১০টায়। শুরুতে থাকছে আদিবাসী নৃত্য, র‍্যাম্প শো, একক শিল্পীদের সংগীত পরিবেশনা এবং বিকাল ৩টা থেকে ব্যান্ড কনসার্ট। 

আদিবাসী নৃত্য পরিবেশন করবে YARWNG ড্যান্স গ্রুপ, থাকবে চাকমা, গারো, সাঁওতাল এবং মারমাদের নিজস্ব ধারার নৃত্য। একক সংগীত পরিবেশনা করবেন জুলি প্রু মারমা, শাওন ঘাগ্রা, এবং শুচি রাজ। ব্যান্ড সংগীত পরিবেশনা করবে আইওনিক বন্ড, রে রে, ইনভোকেশন, লেরি, থার্ড জেন, এবং ইমাং। প্রবেশের জন্য টিকিট কাটতে হবে।  প্রতি টিকেটের মূল্য ২০০ টাকা ধার্য করেছে আয়োজকরা। ভেন্যুতে টিকেট পাওয়া যাবে। 

ইভেন্টের প্রস্তুতি এবং প্রত্যাশা নিয়ে জানতে Indigenous Students Unity (ISU) এর প্রতিষ্ঠাতা শাওন ঘাগ্রার সাথে যোগাযোগ করলে তিনি আইপিনিউজকে জানান, “আমাদের বাংলাদেশে ৫০ এর অধিক বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে। আমরা আদিবাসীদের গোষ্ঠীগুলোর মধ্যে বিদ্যমান সম্প্রীতিকে আরও দৃঢ় করতে চাই। বৈচিত্রের যে সৌন্দর্য তা উদযাপন করাই আমাদের মূল লক্ষ্য।” 

তিনি আরও বলেন, “আমাদের প্রত্যাশা অনেক। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আদিবাসী শিল্পীদের এই প্লাটফর্মে একত্রিত করছি। আশা করি চট্টগ্রামে এবং চট্টগ্রামের বাইরে বসবাসরত সকল আদিবাসী আমাদের এই আয়োজনে আসবেন এবং বৈচিত্রের সৌন্দর্যকে ধারণ করে আমাদের এই উদ্যোগকে সফল করবেন।” 

আয়োজনের টাইটেল স্পন্সর চিটাগং গেজেটস, ইভেন্ট পার্টনার এনিগমা, এবং মার্চেন্ডাইজ পার্টনার হেভি মেটাল টি শার্ট। 

আদিবাসী ছাত্র ঐক্য-  Indigenous Students Unity (ISU) একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং মুক্ত ছাত্র সংগঠন, যা শুধুমাত্র আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত। আদিবাসী ও বিভিন্ন সম্প্রদায়ের কয়েকজন সচেতন ও উদ্যমী তরুণ-তরুণীর উদ্যোগে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।  

এই সংগঠনটি আদিবাসী ছাত্র-ছাত্রীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যারা তাদের সংস্কৃতি সংরক্ষণ, উদযাপন এবং শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আগ্রহী বলে আয়োজকরা জানিয়েছেন। 

Back to top button