জাতীয়

আগামীকাল ওমেন কনসার্ট

“গানে-শ্লোগানে প্রানের মিলনমেলা” এই শিরোনামকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে আগামীকাল বিকেল ৩ টায় সংহতি সমাবেশ ও “ওমেন কনসার্ট” অনুষ্ঠিত হবে।

এবছরের নারী দিবসের প্রতিপাদ্য “গ্রাম ও শহরের নারীর জীবনে পরিবর্তনের জন্য এখনই সময়”। নারী ও শিশু নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করার দাবীতে এই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালের ওমেন্স কনসার্টে দেশের জাতীয় পর্যায়ের নারী সঙ্গীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও বিভিন্ন বিভাগে প্রতিষ্ঠিত নারীরা উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতার কথা সহভাগীতা করবেন।

বাংলাদেশের একমাত্র এবং প্রথম নারী ব্যান্ড এফ মাইনর এবং জনউদ্যোগের যৌথ আয়োজনে এই কনসার্টটি অনুষ্ঠিত হচ্ছে।

Back to top button