আঞ্চলিক সংবাদ
অমর একুশঃ রাজশাহীতে আদিবাসী নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি
মহান শহীদ দিবসের প্রথম প্রহরে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী যুব পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী ভুবনমোহন পার্কের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর সাধারন সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা আহ্বায়ক উপেন রবিদাস, যুগ্ম আহ্বায়ক হুরেন মুর্মু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা প্রমূখ।