জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচীতে পার্বত্য চুক্তি বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়ার আহ্বান

আইপিনিউজ ডেক্স(ঢাকা):  অন্তর্বর্তীকালীন সরকারের কর্মসূচীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন অগ্রাধিকার তালিকায় রাখার জন্য জরুরি আহ্বানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন। প্লাটফর্মটির উদ্যোগে আজ ২৪ আগষ্ট ২০২৪ আয়োজিত এই সংবাদ সম্মেলনটি আয়োজিত হয় ঢাকা রিপোর্টা ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে। আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন এর সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মানবাধিকার কর্মী মেইন থিন প্রমীলা, দীপায়ন খীসা প্রমুখ।

অধ্যাপক ড. খায়রুল ইসলাম চৌধুরী মূল বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন সরকারের অভিযাত্রায় আমরা ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাসÍবায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার নতুন বাঁকে দাঁড়িয়ে আছি। ২৬ বছর ধরে এই চুক্তির মূল উপাদানগুলি অনেকাংশে অবাস্তবায়িত রয়ে গেছে, যা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি আদিবাসী জনগণ এবং সারাদেশের নাগরিকদের এক অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই চুক্তির পূর্ণাঙ্গ ও যথাযথ বাস্তবায়ন শুধু পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্যই নয়, বাংলাদেশের সকল আদিবাসীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা এবং একই সাথে দেশের জাতীয় ঐক্যের জন্য অপরিহার্য।

তিনি আরো বলেন, এক বছরের অধিক সময় ধরে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন দেশবাসীকে সাথে নিয়ে অক্লান্তভাবে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের পক্ষে কথা বলেছে। পাহাড়ি জনগণ এবং বৃহত্তর বাঙ্গালী জনগোষ্ঠীর কণ্ঠস্বর যাতে একই সাথে উচ্চস্বরে এবং স্পষ্টভাবে শোনা যায়, তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করেছি। আমাদের আন্দোলন গতানুগতিক সীমানা অতিক্রম করে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সারাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র-যুব ও মানবাধিকার সংগঠনগুলোকে চুক্তি বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ করেছে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে সাত দফা দাবিনামা উত্থাপন করেন। তার মধ্যে তিনি চুক্তি বাস্তবায়নে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ, পার্বত্য চট্টগ্রামে সামরিক তত্ত¡াবধান বন্ধ, আঞ্চলিক ও জেলা পরিষদের ক্ষমতায়ন, ভ‚মি অধিকার এবং পুনর্বাসন, অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও উন্নয়ন, সমতলের আদিবাসীদের জন্য প্রতিনিধিত্বশীল শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন প্রতিষ্ঠার দাবি করেন।

মূল বক্তব্যে অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী পার্বত্য চট্টগাম চুক্তি বাস্তবায়নের উদ্যোগ ত্বরান্বিত করার জন্য সরকারকে ৪ টি বিষয়ে জরুরী উদ্যোগ গ্রহনের আহŸান জানান। সেগুলো হল: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাসÍবায়ন পরিবীক্ষণ কমিটির পুনর্গঠন, পার্বত্য চট্টগ্রাম ভ‚মি বিরোধ নিষ্পত্তি কমিশন সক্রিয় করা, আঞ্চলিক পরিষদের সাথে সংলাপ, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্ঠা পরিষদের পুর্নগঠন করা। এছাড়া সমতল ভূমির আদিবাসীদের রক্ষায় উদ্যেগ গ্রহণের জোর দাবি জানান তিনি।
এদিকে সংবাদ সম্মেলনে জাকির হোসেন বলেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকেই নিজেদের দাবি নিয়ে হাজির হচ্ছেন। আমরাও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে এই সরকারকে আহŸান জানাচ্ছি তারা যেন অগ্রাধিকার তালিকায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নকে রাখে। তার জন্য আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করছি।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের আদিবাসী শিক্ষার্থীরা অভূতপূর্ব অংশগ্রহন দেখেছি আমি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লেখা দেখছি- কল্পনা চাকমা কোথায়? বুটের তলায় পাহাড় কেন? শিক্ষার্থীরা দুই মাস সামরিকায়ন সহ্য করতে পারছে না, আদিবাসীরা কীভাবে এতো বছর সামরিকায়ন সহ্য করছে?

কিন্তু বিগত ৫০ বছর ধরে পাহাড়ী মানুষ সেই নির্মম সেনাশাসন সহ্য করছে। বাংলাদেশের ৬০ জেলায় গণতান্ত্রিক শাসন থাকবে আর বাকী তিন জেলায় কেন সামরিক শাসন থাকবে কেন? আমি সবসময় বলে থাকি, আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে নয় কিন্তু সামরিক শাসনের বিরুদ্ধে।

তিনি আরো বলেন, অনেকেই বলছেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। কিন্তু আমরা কেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন কিংবা সামরিকায়নের বিরুদ্ধে কথা তুলে ধরছি। তাহলে কী আদিবাসীদেরকে যখন প্রয়োজন হয় তখন আমরা আদিবাসীদের নিচ্ছি কিন্তু প্রয়োজন না হলে তাদেরকে বাদ দিচ্ছি। আমাদেরকে সমস্ত নিপীড়নের বিরুদ্ধে কথা বলতে হবে। ক্ষুদ্রদের মধ্যেও যারা আরো ক্ষুদ্র তাদের কথা আমাদের বলতে হবে। আমরা দেখেছি বম জনগোষ্ঠীর নারী শিশু থেকে কীভাবে পুরো জনগোষ্ঠীর উপর নিপীড়ন পরিচালনা করা হয়েছে। পাহাড়ের আদিবাসী নারীদের উপর যে নিপীড়ন সেটা নিয়ে আমাদেরকে বিশেষভাবে প্রশ্ন করতে হবে। কারণ একটা জনগোষ্ঠীর মধ্যে যখন নিপীড়ন চালু থাকে তখন সে জনগোষ্ঠীর নারীদের উপর নিপীড়নটা আরো বেশী প্রকট হয়।

মেইন থিন প্রমীলা বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ‚মির সমস্যার সাথে সমতলের আদিবাসীদের ভ‚মি সমস্যাটা আরো বেশী প্রকট। আমি রাখাইন আদিবাসীদের একজন সদস্য। সেই বরগুনা, পটুখালী অঞ্চলে আদিবাসীদের ভ‚মি এখনও দখল করা হচ্ছে। তাদের শ্মশান, মন্দির দখল করা হচ্ছে। নতুন বাংলাদেশে তাদের এ নিপীড়নের কথা বলতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী দীপায়ন খীসা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের সদস্য মুর্শিদা আক্তার ডেইজী, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, ঢাকাস্থ জুম্ম নাগরিক সমাজের নেতা ডা: অজয় প্রকাশ চাকমা, আইপিনিউজ এর উপ-সম্পাদক সতেজ চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।

Back to top button