আঞ্চলিক সংবাদ
৮ মার্চ বোমাং রাজার ১৪১ তম রাজ পূন্যাহ
বোমাং সার্কেলের রাজকর আদায়ের অনুষ্ঠান ১৪১তম রাজ পূন্যাহ মেলা আগামী ৮মার্চ আয়োজন করা হচ্ছে। প্রতিবছর ডিসেম্বর বা জানুয়ারিতে রাজ পূন্যাহ মেলার আয়োজন করা হলেও এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে মেলা আয়োজনে অনিশ্চয়তা দেখা দেয়। তবে মেলার তারিখ নির্ধারন হওয়ার কারনে এই অনিশ্চয়তা কেটে গেছে।
বোমাং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে প্রতিবছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তিন দিনব্যাপি মেলার আয়োজন করা হয়ে থাকে কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনের কারনে মেলা আয়োজন পিছিয়ে আগামী ৮মার্চ আয়োজনের তারিখ নির্ধারন করা হয়েছে।