অন্যান্য

৮ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

সোহেল হাজং: গত ১৭-১৯ মে নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কেন্দ্রীয় কমিটির ৮ম জাতীয় হাজং ছাত্র সম্মেলন ও কাউন্সিল। সম্মেলনের ১৮ তারিখের মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য বাবু ছবি বিশ্বাস, সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন বাহাছাস-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরদিন্দু হাজং স্বপন। সংগঠনের সভাপতি দেবাশীষ হাজং সাগর-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন হাজং এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম শফিক, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ, বিরিশিরি একাডেমির পরিচালক শুভ্র চিরান, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ কুমার হাজং, সাধারণ সম্পাদক পল্টন হাজং, সাংগঠনিক সম্পাদক সোহেল হাজং, বাংলাদেশ হাজং যুব সংগঠনের সভাপতি বিপুল হাজং, বাহাছাস-এর সাবেক সভাপতি ইলিমেন্ট হাজং, রাসেল হাজং, ঢাকা মহানগর হাজং কল্যাণ সমিতির সভাপতি রূপম হাজং প্রমুখ।
এছাড়াও এ সম্মেলনে যোগ দিয়েছেন তেইজে ব্রাদার্স হাউজ, ময়মনসিংহ থেকে ব্রাদার এরিক, হাজংমাতা রাশিমণি কল্যাণ সমিতির সভাপতি মতিলাল হাজং, জাতীয় হাজং সংগঠনের সাবেক সভাপতি খগেন্দ্র হাজং, বাজাহাস-এর যুগ্ম-সাধারণ সম্পাদক হাজং সুমন রায় (বাবলু), সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরানন হাজং, হাজং যুব সংগঠনের নেতা নিরঞ্চন হাজং, মানিক হাজং, ডাক্তার জয়া দেবর্ষি, নারীনেত্রী স্বপ্না হাজং, শেফালি হাজং, বাহাছাস-এর সকল শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ হাজারো হাজং ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা শেষে একাডেমিতে একটি মনোমুগ্ধকর হাজং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বাহাছাস কেন্দ্রীয় কমিটির ৮ম কাউন্সিলে জিতেন্দ্র হাজং সভাপতি পদে, আশীষ হাজং সাধারণ সম্পাদক পদে এবং ছোটন হাজং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়।

Back to top button