৭৬তম জন্মদিন: ভালোবাসায় সিক্ত হলেন রাশেদ খান মেনন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি’র আজ বিকেল ৪টায় ওয়ার্কার্স পার্টি অফিস চত্বরে ঢাকা মহানগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে জন্মদিন পালিত হয়। তাঁর জন্মদিন উপলক্ষে পার্টি কার্যালয়ে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর কমিটি’র নেতৃবৃন্দ, কমরেড রাশেদ খান মেনন-এর সহধর্মীনি লুৎফুন নেসা খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নারী মুক্তি সংসদ, জাতীয় শ্রমিক ফেডারেশন, খেতমজুর ইউনিয়ন, জাতীয় কৃষক সমিতি, ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন, সমাজ সেবা অধিদপ্তর, মতিঝিল পোস্টাল কলোনী ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ, ঢাকার বাইরের বিভিন্ন থানার নেতৃবৃন্দসহ, গণসংগীত সমন্বয় পরিষদ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী এবং ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনসাধারণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তারা কমরেড রাশেদ খান মেননের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।