তথ্য প্রযুক্তি
৫৮ নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ বিটিআরসির
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দিয়েছে।
গতকাল রোববার বিকালে বিটিআরসি থেকে দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে (আইএসপি) এই নির্দেশনা দেয়া হয়েছে।
দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল বিকেলে আমরা বিটিআরটিসি থেকে ৫৮টি সাইট বন্ধের নির্দেশ পেয়েছি। নির্দেশের পর বিষয়টি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেয়া হচ্ছে।
তবে কেন ওয়েবসাইটগুলো ব্লকের নির্দেশ দেয়া হয়েছে, তার কারণ ব্যাখ্যা করেননি। তিনি বলেন, সাধারণত রাষ্ট্রবিরোধী কোনও কার্যকলাপ করলে এ ধরনের উদ্যোগ নেয়া হয়।