৩ জানুয়ারী “কনসার্ট ফর পীরেন এন্ড উৎপল”
আইপিনিউজ ডেস্কঃ ইকোপার্ক বিরোধী আন্দোলনের শহীদ পীরেন স্নালের স্নালের আত্মত্যাগের দিন স্মরণে ‘কনসার্ট ফর পীরেন এন্ড উৎপল’ আয়োজন করতে যাচ্ছে গানের দল মাদল, বুদ্ধিবৃত্তিক সংগঠন চানচিয়া এবং মৃত্তিকা। ২০১৭ সালের ৩ জানুয়ারী মধুপুর থানার বেদুরীয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
২০০৪ সালের ৩ জানুয়ারী ইকো পার্ক বিরোধী আন্দোলনের মিছিলে যৌথবাহিনীর গুলিতে পীরেন স্নাল শহীদ হন এবং উৎপল নকরেকসহ প্রায় অর্ধশতাধিক আহত হয়েছিল। উৎপল নকরেক এখন চিরপঙ্গুত্ব বরণ করেছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
উক্ত কনসার্টকে কেন্দ্র করে সংগৃহীত সকল অর্থ ২০০৪ সালের ইকোপার্ক বিরোধী মিছিলে গুলিবিদ্ধ হয়ে চিরপঙ্গুত্ব বরণ করা উৎপল নকরেকের চিকিৎসা এবং শহীদ পীরেন স্নালের দুই সন্তান (উৎস ও রাত্রি) এর শিক্ষার জন্য প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজক সংগঠন চানচিয়া, মৃত্তিকা এবং গানের দল মাদল ইতোমধ্যে অর্থ সংগ্রহ করছে এবং সবার সহযোগীতা কামনা করেছেন। বিস্তারিত তথ্য এবং সহযোগীতা পাঠানোর জন্য (০১৯৩১০৭৩২১৩, ০১৭১৭৩৭৪১৫৭, ০১৮৬৪২৮৯৮২২) নাম্বারগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে।
‘কনসার্ট ফর পীরেন এন্ড উৎপল’ এর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে আদিবাসীদের নিজস্ব সংবাদ মাধ্যম আইপিনিউজবিডি ডট কম।