অন্যান্য

২০ মে পিসিপির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

২০ মে ২০১৭ পাহাড়ী ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। জুম্ম ছাত্র সমাজের লড়াকু সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদের জম্মদিন ২০মে। ১৯৮৯ সালের ২০মে পাহাড়ী ছাত্র পরিষদের আত্মপ্রকাশ। পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জাতিসমূহের স্বাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে পাহাড়ী ছাত্র পরিষদ নিবিড়ভাবে সংগ্রামে শরিক রয়েছে প্রতিষ্ঠাকালীন সময় থেকে। সামরিক নিপিড়ীনের ভয়াবহ সেই দিনগুলিতে শৃংখল ভেঙে নতুন দিনের স্বপ্ন দেখিয়েছে পাহাড়ী ছাত্র-জনতাকে। ২০ মে রাঙ্গামাটিতে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছে সংগঠনটি। সেই সাথে পাহাড়ী ছাত্র পরিষদের ২২তম কেন্দ্রীয় সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে। রাঙ্গামাটির সাংস্কৃতিক ইন্সটিটিউট প্রাঙ্গনে সকাল ১০টায় ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২২তম কেন্দ্রীয় সম্মেলনের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। ইন্সটিটিউট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি বাচ্চু চাকমা। বিকেল বেলা রয়েছে গণসংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ মে সংগঠনটির কাউন্সিল অধিবশেন শুরু হবে।

Back to top button