২০ জুলাই সাহেবগঞ্জ বাগদাফার্ম বিষয়ক মতনিময় সভা
২০ জুলাই ২০১৬ তারিখ বুধবার সকাল ১০.০০ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও জাতীয় আদিবাসী পরিষদ এর যৌথ উদ্যোগে গাইবান্ধার সাহেবগঞ্জ-বাগদাফার্মের চুক্তিভিত্তিক অধিগ্রহণকৃত জমি মূল মালিক/উত্তরাধিকারী আদিবাসী ও বাঙালিদের কাছে ফেরত দেবার দাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বর্ষীয়ান রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য্য, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, মাননীয় সংসদ সদস্য শ্রী উষাতন তালুকদার এমপি, এ্যাডভোকেট টিপু সুলতান এমপি, নৃবিজ্ঞানী ড. এএইচকে আরেফীন, মানবাধিকারকর্মী খুশী কবির, ইতিহাসবিদ অধ্যাপক মেসবাহ কামাল, সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম, ভূমি অধিকারকর্মী শামসুল হুদা, মানবাধিকারকর্মী শাহ-ই-মবিন জিন্নাহ, মানবাধিকারকর্মী নুমান আহম্মদ খান, পরিবেশকর্মী জাকির হোসেন, আইপি নিউজের সম্পাদক দীপায়ন খীসা, কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা।
মতবিনিময় সভায় মূলবক্তব্য উপস্থাপন করবেন গবেষক ও লেখক পাভেল পার্থ এবং সভাপতিত্ব করবেন রবীন্দ্রনাথ সরেন, সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ। সঞ্চালনা করবেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং । এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখবেন ।