২০১৭-১৮ অর্থবছরের সংসদে বাজেট পাস
২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টায় সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়। ভ্যাট আইন স্থগিত, আবগারী শুল্ক হার কমানো এবং কিছু পণ্যের আমদানি শুল্ক হারে পরিবর্তন এনে এ বাজেট পাশ করা হয়। জাতীয় সংসদে সকাল ১০টা ৫ মিনিটে সংসদ অধিবেশন শুরু হয়।মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের ওপর ৫৫ ঘণ্টা আলোচনা করেন। এরপর বাজেটের ওপর আলোচনায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা ৫৯টি ছাটাই প্রস্তাব এবং ৩২৫টি দাবি উত্থাপন করেন। এরমধ্যে আলোচনার জন্য ৭টি দাবি গৃহীত হয়। ১ জুলাই থেকে নতুন এ বাজেট কার্যকর হবে।
এটি হচ্ছে দেশের ৪৬তম, আওয়ামী লীগ সরকারের ১৮তম ও অর্থমন্ত্রী মুহিতের একাদশ বাজেট। একইসঙ্গে এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ও মুহিতের টানা নবম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে টানা নয়টি বাজেট দেওয়ার রেকর্ড বাংলাদেশে এই প্রথম। এরশাদ সরকারের আমলে দু’বার বাজেট দেন মুহিত।
জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল পাসের মাধ্য দিয়ে আজ ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস করা হয়।