অন্যান্য

১ মে থেকে তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও পরিবহন নিষিদ্ধ

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশ বাড়ানোর লক্ষ্যে আগামী ১ মে দিবাগত রাত থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাপ্তাই হ্রদের মাছ আহরণ প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করণ বিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিএফডিসি’র ব্যবস্থাপক আসাদুজ্জামান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. নজরুল ইসলাম, অতিরক্তি পুলিশ সুপার (সদর) মো. জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী মো. আব্দুল শুক্কুরসহ মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞাকালীন মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় ২০ হাজার জেলেকে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হবে।

Back to top button