জাতীয়

১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য সম্পদ আহরণ নিষেধাজ্ঞা

আগামী ১ মে রাত ১২টা থেকে কাপ্তাই হ্রদ থেকে সকল প্রকার মাছ শিকার, পরিবহণ ও বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত দেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

এসময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক নৌ-বাহিনীর কমান্ডার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমীন আলম, সহকারি পুলিশ সুপার মোঃ ইউছুপ সিদ্দিকী, সদর উপজেলার ইউএনও মোছা: সুমনী আক্তার, এনডিসি সৈয়দ মাহাবুবুল হক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদা আক্তারসহ মৎস্য অধিদপ্তর, কাপ্তাই হ্রদের মৎস্য ব্যবসায়ি, স্থানীয় জেলেদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন ও বিকাশের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। মাছের প্রাকৃতিক প্রজননের স্বার্থে প্রতিবছর এই প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাধারণত এই নিষেধাজ্ঞা তিন থেকে সাড়ে তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে।

Back to top button