জাতীয়

১৭ ও ১৮ নভেম্বর বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় সম্মেলন

১৬ নভেম্বর, বুধবার, ঢাকা, নিজস্ব প্রতিবেদক : ১৭ ও ১৮ নভেম্বর ২০১৬ বাংলাদেশ আদিবাসী ফোরামের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকাস্থ আসাদ এভিনিউর সিবিসিবি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৭ নভেম্ব্বর বৃহস্পতিবার সকাল ১০টায় সস্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। ২দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী ফোরামের এই জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আদিবাসী নেতৃবৃন্দরা যোগ দিচ্ছেন। আদিবাসী ফোরামের একটি সূত্র জানিয়েছে আড়াইশর অধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক এই জাতীয় সম্মেলনে উপস্থিত থাকবেন। আদিবাসী ফোরামের বিভিন্ন শাখা ও অঞ্চলের প্রতিনিধিরা ছাড়াও আদিবাসী ছাত্র, যুব, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এই সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রিত হয়েছেন। দেশের আদিবাসীদের উপর সম্প্রতি নির্যাতন ও নিপীড়ন বৃদ্ধি পাওয়ায় এই সম্মেলন থেকে আন্দোলনের নতুন কর্মসূচী গ্রহণের বিষয়ে চাপ আসতে পারে বলে সম্মেলনে আগত একাধিক প্রতিনিধি আইপিনিউজকে জানিয়েছেন।

Back to top button