জাতীয়

১৪ জানুয়ারি শনিবার হেলালউদ্দিন খান শামসুল আরেফিন -এর স্মরণে নাগরিক শোকসভা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট গবেষক ড. হেলালউদ্দিন খান শামসুল আরেফিন গত ২৪ ডিসেম্বর ২০১৬ মৃত্যুবরণ করেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ১৪ জানুয়ারি ২০১৭ শনিবার বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শোকসভা আয়োজন করা হয়েছে। শোকসভায় সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। উপসি’ত থাকবেন ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, অধ্যাপক মুনতাসীর মামুন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর, কবি সোহরাব হাসান ও অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ সহ জাতীয় ব্যক্তিবর্গ। আয়োজকদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
Card grey

অবশ্যই পড়ুন
Close
Back to top button