আন্তর্জাতিক

১৪৩ আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের নদীতে ছিটকে পড়ল বিমান

১৪৩ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নদীতে পড়ে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের

এতে অন্তত ২১ জন আরোহী আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার জ্যাকসনভিলের সেন্ট জনস নদীতে বিমানটি পড়ে যায়। তবে এতে গুরুতর কেউ আহত হয়নি।

জ্যাকসনভিলের শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বেশ ভাল।

ফ্লোরিডার বিমান বন্দরের এক মুখপাত্র বলেছেন, ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমান টি কিউবার গুয়ান্তানামো বে নৌঁঘাটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফিরছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে।

সিএনএনের খবরে বলা হয়েছে , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটিতে অবতরণের চেষ্টার সময় পিছলে গিয়ে নদীতে পড়ে যায় বিমানটি।

জ্যাকসনভিলের মেয়র লেনি কুরি এক টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে ফোন করে সাহায্যের অফার করেছেন।

Back to top button