জাতীয়

১১ অক্টোবর হিল উইমেন্স ফেডারেশনের ৮ম কেন্দ্রীয় কাউন্সিল

নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য চট্টগ্রামের নারী সমাজের অন্যতম অগ্রগামী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন। সমাজে নারীদের সমানিধাকারের পাশাপাশি জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত রয়েছে হিল উইমেন্স ফেডারেশন। জুম্ম জনগণের বিরুদ্ধে শাসকগোষ্ঠীর দমন-পীড়নের প্রতিবাদ ও প্রতিারোধ সংগ্রামে সংগঠনটির নেতা কর্মীরা নিজেদেরকে সমর্পিত করেছে প্রতিষ্ঠালগ্ন থেকেই। জুম্ম নারীদেরকে প্রতিরোধ সংগ্রামে, রাজপথের মিছিলে সামিল করাতে সংগঠনটি গৌরবজ্জ্বল ভূমিকা রেখে চলেছে। এই প্রতিরোধ সংগ্রামে নিবেদিত থাকার কারণে সরাসরি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হতে হয়েছে সংগঠনটির নেতা-কর্মীদের। ১৯৯৬ সালের ১২ জুন সংগঠনটির তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা একদল বিপথগামী সেনাসদস্য কর্তৃক অপহৃত হন। কল্পনা চাকমার পরিবারের সদস্যরা অপহরণকারী হিসেবে স্থানীয় সেনাক্যাম্পের তৎসময়ে দায়িত্বপ্রাপ্ত লেঃ ফেরদৌসকে চিহ্নিত করে থানায় এজাহার দায়ের করেন।
জুম্ম নারী সমাজের প্রতিরোধ সংগ্রামের লড়াকু সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ৮ম কেন্দ্রীয় কাউন্সিল ১১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯.৩০টায় রাঙ্গামাটির সাংস্কৃতিক ইন্সটিটিউট-এ ৮ম কেন্দ্রীয় কাউন্সিল-এর আলোচনাপর্ব শুরু হবে। ৮ম কেন্দ্রীয় কাউন্সিলের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘জুম্ম নারীর সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে – পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করুন।’ ৮ম কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সাংসদ ঊষাতন তালুকদার। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি চঞ্চনা চাকমা। সংগঠন সূত্রে জানা গেছে তিন পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা এই ৮ম কেন্দ্রীয় কাউন্সিলে অংশগ্রহণ করবেন।

Back to top button