শিল্প ও সংস্কৃতি
হিল আর্টিস্ট গ্রুপের নতুন কার্যকরী কমিটি গঠিত

পাহাড়ী চিত্রশিল্পীদের সংগঠন হিল আর্টিস্ট গ্রুপের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। পাহাড়ী নারীদের মধ্যে প্রথম ভাস্কর লাভলী চাকমা সভাপতি হিসেবে নির্বাচিত হযেছেন। পারফর্ম আর্টিস্ট হিসেবে ভিন্ন ধারার বৈচিত্র্যময় চিত্রশিল্পী জয়দেব রোয়াজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি ধনমনি চাকমা, কোষাধ্যক্ষ রনেল চাকমা মানিক, সাংগঠনিক সম্পাদক জিংমুন লিয়ান বম, সদস্য শংকর চাকমা ও হলুবাইচু চৌধুরী পলি। এই কমিটি দুই বছর মেয়াদে তাদের দায়িত্ব পালন করবে।
হিল আর্টিস্ট গ্রুপের সংগঠন সূত্র আইপিনিউজকে এই তথ্য জানিয়েছেন।

