আন্তর্জাতিক

হাওয়াই দ্বীপে জরুরি অবস্থা: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা উদগীরণ শুরু হওয়ায় জরুরি অবস্থা জারি করে স্থানীয়দের সরিয়ে নেওয়া হচ্ছে। হাওয়াইয়ের ‘বিগ আইল্যান্ডে’ প্রায় ১ হাজার ৭শ’ মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে হাওয়াই দ্বীপে বেশ কয়েক দফা ভূমিকম্প হয়। আমেরিকান রেডক্রস থেকে সেখানে একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য এরই মধ্যে হাওয়াই ন্যাশনাল গার্ড কাজ শুরু করেছে বলে জানান গভর্নর ডেভিড আইজিই।
এর আগে গত সপ্তাহের শুরুর দিকে ‘পুও’ নামের একটি আগ্নেয়গিরির জ্বালামুখ ভেঙে পড়ে। এর ফলে পর্বত বেয়ে লাভা জনবহুল ওই এলাকায় ছড়িয়ে পড়ে।
তথ্যসূত্রঃ বিবিসি

Back to top button