জাতীয়

হাইকোর্টের তিনজন বিচারপতিকে অসদাচরণের অভিযোগে ‘সাময়িক অব্যাহতি’, তদন্ত শুরু

বাংলাদেশে হাইকোর্টের তিনজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ওঠায় তাদেরকে বিচার কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

সুপ্রিমকোর্ট প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে।

এই তিনজন বিচারপতি হলেন, বিচারপতি কাজী রেজাউল হক, বিচারপতি এ কে এম জহুরুল হক এবং বিচারপতি সালমা মাসুদ চৌধুরী

সুপ্রিমকোর্ট প্রশাসনের কর্মকর্তা বলেছেন, এখন এই তিনজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত হচ্ছে।

এই তদন্তের জন্যই তাদেরকে বিচার কাজ থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছে।

এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছেন, এটি রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির বিষয়। ফলে তিনি এখন এনিয়ে কোন মন্তব্য করতে চান না।

source:; bbc.com

Back to top button