আঞ্চলিক সংবাদ

হাইকোর্টের আদেশে রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ক্যবা মং

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদের সাময়িক বরখান্তকৃত চেয়ারম্যান ও জনসংহতি সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ক্যবা মং মারমা বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালে নিজ পদে পুনরায় যোগ দিয়েছেন।

আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণসহ ৪টি মামলায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন পলাতক থাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

এদিকে মহামান্য হাইকোর্ট তার জামিন মঞ্জুর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্ত সংক্রান্ত সার্কুলার স্থগিত করে দেয়ার কারণে উপজেলা চেয়ারম্যান পদে ক্য বা মং মারমার দায়িত্ব পালনে আর কোনো বাধা ছিল না।

বৃহস্পতিবার সকালে ক্যবা মং মারমা উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে আসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) মাউসাং মারমার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

পুনরায় যোগদান অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্য সাই নু মারমা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ উপস্থিত ছিলেন।

Back to top button