আঞ্চলিক সংবাদ
সড়ক দুর্ঘটনায় দুজন আদিবাসীর মৃত্যু
৩১ শে অক্টোবর সোমবার বিকাল ৪ টায় দিনাজপুর- হিলি মহা সড়ক ঘোড়াঘাট উপজেলার ডুকডুগী নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় দুজন আদিবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
বগুড়া থেকে ছেড়ে আসা একটি বাস (বগুড়া-ব-১৩৬৫) হিলি উদ্দেশ্যে যাওয়ার সময় ডুগডুগী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীসহ একটি চার্জার ভ্যানকে ধাক্কা দিলে সেবেন মাহাত (১৮) ও মিলন মালো ( ১৯) নামে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
নিহতদের বাড়ি ঘোড়াঘাট উপজেলার চককাঠাল গ্রামের বলে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য দিমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।