জাতীয়

স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন তৎকালীন নেতৃবৃন্দ

ঢাকাঃ স্বৈরাচার প্রতিরোধী ছাত্র অভ্যুত্থানের ৩৪ তম বার্ষিকীতে তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। ১৪ই ফেব্রুয়ারী সকাল ৮ টায় কার্জন হল ও শিক্ষা ভবনের সামনে নির্মিত শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে স্বৈরাচার প্রতিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
১৯৮৩ সালের এদিন তৎকালীন সামরিক শাসক এরশাদের গণবিরোধী শিক্ষানীতি ও সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র সমাজ গণঅভ্যুত্থানে রাজপথ রঞ্জিত করেছি। এরশাদের সামরিক জান্তার বুলেটে ১৪ই ফেব্রুয়ারী এবং ১৫ই ফেব্রুয়ারী জয়নাল, মোজাম্মেল আইয়ুব, মোজাম্মেল কাঞ্চন, দীপালী সাহা সহ নামা না জানা আরও অনেকে প্রাণ হারায়। এরপর দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৯০ সালে স্বৈরশাসনের পতন ঘটে।

স্বৈরাচার প্রতিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি শিক্ষা ও গণতন্ত্র স্মৃতি স্তম্ভে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্র সংগঠন শ্রদ্ধা জানান।

Back to top button