সোহেল হাজংয়ের বই : আদিবাসীদের অধিকার ও আত্মপরিচয়

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সোহেল হাজংয়ের নতুন বই আদিবাসীদের অধিকার ও আত্মপরিচয়। এটি মূলত আদিবাসীদের অধিকার সংক্রান্ত তার বাছাইকৃত বিভিন্ন সময়ে প্রকাশিত ও নতুন প্রবন্ধসমূহ নিয়ে সংকলন। আদিবাসী কি, আদিবাসী মানেই কি আদি-বাসিন্দা! বাংলাদেশে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ জাতির বাইরেও ৫০টির অধিক জাতিগোষ্ঠী রয়েছে যারা সংখ্যায় কম কিন্তু দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী ভিন্ন ভিন্ন সংস্কৃতি চর্চা করে আসছে তাদের নাম নিয়ে এত বিতর্ক কেন? বাংলাদেশে আদিবাসীদের আত্মপরিচিতি ও আত্মমর্যাদা কথাটির গুরুত্ব কতটুকু? তাদের পরিচয় প্রদানে ‘উপজাতি’, ‘ক্ষুদ্র জাতিসত্তা’ ‘নৃগোষ্ঠী’, ‘সম্প্রদায়’ বলে আখ্যায়িত করা কতটা যুক্তিসঙ্গত? এসব নানা প্রশ্নের উত্তর, মতামত ও গঠনমূলক আলোচনা খোঁজা হয়েছে এ গ্রন্থে। বাংলাদেশে আদিবাসীদের অধিকার ও তাদের আত্মপরিচয় বিষয়ে পাঠকদের মাঝে আলোচনার ক্ষেত্র বৃদ্ধি করতে ও এ বিষয়ে ভাবনার জানালা খুলে দিতে পারে এই বইটি। দেশে এখন আদিবাসীরা যে আত্মপরিচয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেদিক থেকে এ গ্রন্থটি একটি অত্যন্ত সময়োপযোগী লেখার সংকলন বলা যায়।
বইটির প্রচ্ছদ করেছেন সিথি সিনহা। প্রকাশ করেছে থকবিরিম প্রকাশনী। লিটলম্যাগ চত্বর স্টল ৬৮ ( সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশে) পাওয়া যাচ্ছে এই বইটি। বইটির মূল্য ৩০০ টাকা। মেলা উপলক্ষে ২০% ছাড়ে এখন পাওয়া যাচ্ছে ২৪০ টাকায়।