খেলাধুলা

সেমিফাইনাল থেকে অল ইউরোপিয়ান আসরে রুপ নিচ্ছে রাশিয়া বিশ্বকাপ

কোয়ার্টার ফাইনালে এবারের শেষ লাতিন দল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে বেলজিয়াম এ আসরকে অল-ইউরোপিয়ান রুপ দিয়েছে।

বিশ্বকাপ ফুটবলে আধিপত্য চলছে ইউরোপের দেশগুলোর। সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিলো লাতিন আমেরিকার কোনো দেশ। এরপর ২০০৬ সালে ইতালি, ২০১০ এ স্পেন ও ২০১৪ সালে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল জার্মানি।

চলতি বিশ্বকাপে আফ্রিকার কোনো দেশ কোয়ালিফাই করতে পারেনি রাউন্ড অব সিক্সটিনে।

এশিয়ার শেষ প্রতিনিধি জাপান বিদায় নেয় দ্বিতীয় রাউন্ড থেকে। আর কোয়ার্টার ফাইনালে হেরে বাদ পড়েছে লাতিন আমেরিকার দুই জায়ান্ট উরুগুয়ে ও ব্রাজিল।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-বেলজিয়াম বাংলাদেশ সময় ১২টা সেন্ট পিটার্সবার্গে।

পরের ম্যাচে ইংল্যান্ড -ক্রোয়েশিয়া মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১২টা মস্কোতে।

এর আগে ২০০৬ সালে অল ইউরোপিয়ান সেমিফাইনাল দেখেছিল বিশ্ববাসী।

Back to top button