সুভাস তঞ্চঙ্গ্যা বাচ্চুর মুক্তির দাবীতে রাঙ্গামাটিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত
রাঙামাটি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজস্থলী থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাস তঞ্চঙ্গ্যা বাচ্চুকে মামলায় জড়িয়ে গ্রেফতারের প্রতিবাদে অদ্য ২২ অক্টোবর ২০১৬ ইং তারিখে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুবর্ণ চাকমার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শ্রী ত্রিজিনাদ চাকমা, জেএসএস রাঙ্গামাটি সদর থানা কমিটির সাধারণ সম্পাদক পদ্মলোচন চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জোনাকি চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক বিনয় সাধন চাকমা।
অনতিবিলম্বে সুভাস তঞ্চঙ্গ্যা বাচ্চুকে নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসার সাক্ষরিত স্মারকলিপি রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে পাঠানো হয়।