অন্যান্য

সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ থেকে ন্যায়বিচারের ভাস্কর্য অপসারনে ঐক্য ন্যাপের তীব্র নিন্দা

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আসাদুল্লাহ তারেক অদ্য সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।

গভীর রাতে অতি গোপনীয়তার সাথে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্যটি হাতুড়ির আঘাতে ভেঙ্গে ফেলার ঘটনাটি মুক্তিযুদ্ধকামী জনগনের হৃদয় ভেঙ্গে দেয়ার নামান্তর । বাংলা বর্ণমালা, সংস্কৃতি, , ঐতিহ্য, আত্মপরিচয়ের বহুমাত্রিক সংগ্রামে ধর্ম, বর্ণ নির্বিশেষে সমগ্র জনগনের এক রক্তাক্ত মুক্তিসংগ্রাম দেশ দুনিয়া কাঁপিয়েছিল । একথা মুক্তিযুদ্ধের অনুসারীরা অস্বীকার করবে কোন মুখে ? সাম্প্রদায়িকতাবাদী হেফাজতের কথিত মূর্তি যা বিশ্বজুডে ন্যায় বিচারের প্রতীক ভাস্কর্য তা অমর্যাদার সাথে অপসারণ মুক্তিযুদ্ধের চেতনার পরাজয় ও সাম্প্রদায়িকতাবাদীদের প্রতি নতি স্বীকার। আজকের হেফাজতে ইসলাম যা ’৭১ সনে ছিল নেজামে ইসলামী তথা পাকবাহিনীর সহযোগী আল মুজাহিদ তাদের দাবিতে হাইকোর্টের ন্যায়বিচারের ভাস্কর্য অপসারণ আদর্শিক পশ্চাদপসারন। সাম্প্রদায়িক শক্তির চাপে নতি স্বীকার তথা এক আত্মঘাতি পদক্ষেপ।

লক্ষ্যনীয় যে একই যুক্তিতে পবিত্র ধর্মের অজুহাত দিয়ে ভাষা শহীদদের স্মৃতির মিনার শহীদ মিনার ৭ বার বর্বরভাবে ভেঙ্গেছিল পাকজান্তারা। মুক্তিযুদ্ধের সকল অর্জন, লাখো শহীদ মিনার, শত শত ভাস্কর্য, পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, একুশে ফেব্রুয়ারি, রবীন্দ্র-নজরুল-সুকান্তের জন্মমৃত্যু জয়ন্তী। মুক্তিযুদ্ধের বাংলাদেশের গৌরব এগুলো বাঁচাতে প্রকৃত মুক্তিযুদ্ধের অনুসারী সামাজিক সাংস্কৃতিক এবং সকল মুক্তিযোদ্ধা প্রজন্মসহ তরুণ সমাজকে বহুমাত্রিক আন্দোলন গড়ে তোলার একান্ত আহ্বান জানাই।

Back to top button